• ঢাকা
  • সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম;
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি 
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি হবিগঞ্জ- আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি।.

হবিগঞ্জ- আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ- আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ- আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক . অরুণ চন্দ্র বর্মন।.

আজ (২৬ সেপ্টেম্বর) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের স্মার্ট মোবাইল এ্যাপ উদ্বোধন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।.

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোঃ আবদুল বাসেত -এর সভাপতিত্বে এবং মৎস্য জীববিদ্যা জীববৈচিত্র বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুনের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন .

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জের নিউফিল্ড মাঠে এসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়ার পর থেকে হবিগঞ্জ- আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির সহ হবিগঞ্জের বাকি সকল আসনের সংসদ সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টায় আজকে হবিগঞ্জবাসীর এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের বাস্তব আকার ধারণ করে। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে অত্যন্ত আনন্দিত। আমি আশা করি তোমরা একদিন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল পদগুলোয় আসীন হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে অগ্রনী ভূমিকা পালন করবে।.

উল্লেখ্য, গত ১০ মে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমে শ্রেণি কার্যক্রম শুরু হলেও মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের।. .

ডে-নাইট-নিউজ / মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ